ভাষার অসুখ

বাংলা ভাষা সেরা ভাষা,
মধুর ভাষা খুবই খাসা!
বাংলা ভাষা আন্দোলন,
একই কথা সব জনগন!

বিকাশ তার ৮০০ সাল,
১৮০০ তে ধরলো হাল!
চর্যাপদ প্রাচীন নিদর্শন,
বিকৃতির বাঁঁধা প্রয়োজন!

১৯৪৭ থেকে ৫২ সন,
ভাষার জন্য সবার মন!
৮৭ তে প্রচলন আইন,
খেলাপে হয় কি ফাইন?

ভাষা-আয়না এক চির
ব্যবহারে অনেক ধীর!
ধীরে ধীরে হচ্ছে ক্ষয়,
অসুখের পর মৃত্যু হয়!

রাষ্ট্রীয় কাজে কী দায়?
সারাদিন ইংরেজী খায়!
ভাষার বিকৃত উচ্চারণ,
কোথায় এখন সে মন?

বাংলা সংস্কৃতি বিভব,
হয়না তাদের তত রব।
বিকৃতির অতলে হারা !
এ দায়িত্বে ছিল কারা?

শব্দে-প্রতিধ্বনি নিস্তব্ধ!
করি কি তাদের জব্দ ?
মনুষ্যবোধ থমকে যায়
বাংলা ভাষা, মৃত্যু হায়!

============o

উত্তর আমেরিকা,
৩০ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

2 thoughts on “ভাষার অসুখ

  1. শুভ কামনা প্রিয় কবি শাহ্ সাকিরুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।