বলে যাও প্রজাপতি

c7d23

কথা কও প্রজাপতি, কখনো কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।

কখনো কি উড়ে গিয়ে, বসেছ তাঁর খোঁপায়
দেখেছো কি চুলের বাহার, আছে কেমন মাথায়।
দেখছো কি তাঁর চোখে হাজার কবিতার কাব্য
চোখ দিয়ে আবৃত্তি করার, কার আছে সাধ্য !
কখনো কি ছুঁয়েছিলে তাঁর হাতের আঙুল
স্পর্শেই রোগ সাড়ে যেন শ্বেতচন্দন ফুল।

বলে যাও প্রজাপতি কখনও কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।

সে হাসলে কেমন বিশ্বজাহান, যায় থমকে মুহূর্তে
দুঃখরা সব পালিয়ে বেড়ায়, কোন দূর নীল দিগন্তে।
তাঁর কথায় কোন যে যাদু, শব্দে ছড়ায় সুগন্ধি
তাঁর কথা শুনতে কেবল, করে চলি অভিসন্ধি।
দেখেছো কী তাঁর রূপ লাবণ্যে মুগ্ধতা একরাশ
হাজার ফুলের ভিড়েও শুধু তাঁর উপরই খায় ক্রাশ।

কথা কও প্রজাপতি, কখনো কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

1 thought on “বলে যাও প্রজাপতি

  1. অনিন্দ্য সুন্দর এবং চমৎকার একটি কবিতা উপহার প্রিয় কবি মহাশয়। শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।