অপরাধী

0e297fa

ভাবনার অজানতে দূরের চাঁদকে
এত বেশি ভালবাসতে নেই!
মাঝে মাঝে অপরাধী মনে হবে
জলের মতো ভাল না বাসলে
সে ভালবাসার কোন অর্থবহ হয় না;

ভাল লাগার মানে কিন্তু ভালবাসা নয়
আটার মতো লেগে থাকতে হয়
নিঘুম স্বপ্ন বুনাতে হয়
গোলাপের মতো স্পর্শ করতে হয়
তাহলে ত ভালবাসা

কিন্তু এতকিছু জানার পরেও
অপরাধী মনে হয় কেনো
এ রকম ত ঘটেইনি অমাবস্যার রাত;
অথচ সমাপরাধ
স্বীকার করলে না অপরাধী।

০৮ আষাঢ় ১৪২৮, ২২ জুন ২১
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অপরাধী

  1. কবিতায় যাপিত জীবনের অসাধারণ একটি দিক তুলে ধরেছেন প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি প্রিয় মুরুব্বী দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

  2. দারুণ লিখেছেন কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি প্রিয় অপূর্ব দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।