জোর করে ভালোবাসা পাওয়া যায় না

জোর করে যায় না পাওয়া ভালোবাসার মন
জোর করে যায় না হওয়া কারও আপন জন
তোমার মনের ঘরে হয়নি ঠাই
কষ্ট গুলো একা সয়ে যাই
ক্ষমো মোর অপরাধ
মিটবে না জানি সাধ
চলে গেলাম বহু দূরে
ডাকবো না আর সুরে সুরে!
সুখে থেকো চিরদিন
আসবে না ফিরে কোনদিন?
জীবনের অবেলায় যদি চাও
নাম ধরে ডেকে নাও
আশার প্রদীপ জ্বেলে বুকে
রইবো তোমার প্রতীক্ষাতে।
ছোট্ট ছোট্ট খুশির দিন
মনে রবে চিরদিন।
তোমার অধরের গোলাপ হাসি
স্মৃতির রাতে ছড়াবে শশী
পাইনি বলে জীবন সাথী
স্মরণে তোমায় কাটাবো রাতি।
আমি চলে যাব অনেক দূরে
জ্বালা হয়ে কোন দিন আসবো না ফিরে
সুরে গাঁথা হৃদয় বীণার তারটি গেছে ছিঁড়ে
লাগবে না জোড়া রাঙ্গা গোধূলির পরে?

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “জোর করে ভালোবাসা পাওয়া যায় না

  1. জোরকরে ভালোবাসা পাওয়া যায় না

    জীবনের অবেলায় যদি চাও
    নাম ধরে ডেকে নাও
    আশার প্রদীপ জ্বেলে বুকে
    রইবো তোমার প্রতীক্ষাতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শুভেচ্ছা নিরন্তর প্রিয় মুরুব্বি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

মন্তব্য প্রধান বন্ধ আছে।