মন পুড়া মন

images111111111

কেউ মেঘ হতে চায় বৃষ্টি
কেউ আকাশ নীলে তারা
দক্ষিণা হিমেল হাওয়া বাতাস
হৈমবতী এমন কি বনলতাসেন
অথচ আমার কোন সংজ্ঞা নেই
যেটুকু গন্ধ আছে মাটিময় মাটি

কেউ প্রজাপতি ডানায় উড়তে চায়
ময়ূরী পেখম তুলা বাহারি রঙ
টুনটুনি বাসার মত লেবুগাছে বাসা
অথচ আমার গুণতে হয় অমাবস্যার রাত!
তবু মনপুড়া মন নিস্তব্ধ আধার
কে জানে এমনটি ক্ষণ শুধুই মনপুড়া মন।

১২আষাঢ় ১৪২৮, ২৬ জুন ২১
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “মন পুড়া মন

  1. পাঁচ তারকা ভালোবাসা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি প্রিয় মুরুব্বী দা

      প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

  2. মন পুড়া মন শিরোনামে লেখা কবিতাটা পড়ে মুগ্ধ হলাম, দাদা। শুভকামনা থাকলো।

  3. দারুণ পরিস্ফুটন ঘটেছে , নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।