ওরা মরলে মরুক;
আমার এতে কী এসে যায়,
টেবিল ভর্তি নানান পদের খাবার সাজাই
দফায় দফায় ছবি দিয়ে জাহির করি,
আমার হাতের রান্না অতি জাদুর খেলা;
লোকে দেখে যতোই ঢেকুর তুলুক,
আমার তাতে কী এসে যায়
লোকের যদি মন খারাপ হয়, করুক।
খাবো দাবো ফূর্তি করে
এফবি ভরে ছবি দেব;
মহামারী’র তান্ডবে আর আগুন পুড়ে
যতোই মানুষ মরুক।
যারটা গেছে বুঝুগগে সে
আমার প্রোফাইল ভরা থাকবে
আনন্দময় মহোৎসবে;
পাশের বাসায় যতোই কান্না চলুক।
দেশের ভেতর যা হচ্ছে তা চলুক
আমি কী ছাই দেশের নাকি;
আমার বাড়ি মঙ্গল গ্রহে
কার মেয়েকে খুন করে যায়
যার মনে চায় যতোই মিছিল করুক,
আমার দরজা খুলছি না ভাই
যা মনে চায় যতোই লোকে বলুক।।
'ওরা মরলে মরুক;
আমার এতে কী এসে যায়।' __ তাদের আসে যায় না।
এই সব বিন্দাস ফেসবুকারদের চেতনার মাথায় জল ঢালি।
খুব বাজে লাগে মৃতের খবরের পাশাপাশি এইসব তামাশা দেখতে৷
ম্যাডাম, আপনার কবিতার কথাগুলোতে সমাজের সত্য পরিস্থিতির বহিঃপ্রকাশ ঘটেছে।
সুন্দর মনভব প্রকাশ কবি আপু