স্বরবৃত্তঃ ৪+৪/৪+২
মাত্রা বৃত্তঃ ৫+৫/৫+২
পরের ক্ষতি মন্দ অতি
বুঝবে সবে কবে,
জীবন সুখে নিজের বুকে
তীর বিঁধিবে যবে।
পরের ক্ষতি করতে অতি
মনের লাগে ভালো
নিজের কাজে নানান সাজে
ধরা ভীষণ আলো।
পরের ক্ষতি জীবন গতি
নষ্ট করে কভু
চাইবে যতো পাইবে ততো
শুদ্ধ নারে তবু।
পরের ক্ষতি মজায় অতি
দুষ্ট জনে বুলি
মনে মনে জনে জনে
রাতে ছাড়ায় ধুলি।
তাদের কথা বলতে ব্যথা
লাগে ভালো মনে
পাজির সাথে নয়তো হাতে
কয় রে ক্ষণে ক্ষণে।
রচনাকালঃ
৩০/০৬/২০২১
শুভ কামনা এবং শুভ সকাল প্রিয় কবি অপূর্ব। পাঠে মুগ্ধ
শুভকামনা রইল
সুন্দর ভাব সমৃদ্ধ লেখনী।