তুমি কত সুন্দর

001. Tumi_Koto_Sundor

‘তুমি কত সুন্দর’
দক্ষিনের জানালায়,
ফোঁটা স্নিগ্ধ গোলাপ-
সু-গন্ধ ছড়ায় দিনভর
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
উষ্ণ গরমের দিনে,
ক্লান্ত শ্রান্ত মনে,
দমকা হাওয়ায়
জুরিয়ে যাওয়া-
শরীর আমার;
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
সুন্দর ধরণীর বুকে
সুন্দর মানবী তুমি
তোমার জন্যে-
পাগল আমি,
যেমনি মাটির টানে
বৃষ্টি পড়ে ঝরঝর;
‘তুমি কতই না সুন্দর’।।

একনিষ্ঠ অনুগত সম্পর্কে

একনিষ্ঠ অনুগত, এটি তাঁর সাহিত্যিক ও অনলাইন ছদ্মনাম। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি মেঝ। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভাবুক, চিন্তাশীল ও কর্মঠ একজন মানুষ। ভাবতেন ছোট বড় অনেক প্রশ্ন নিয়ে। জানতে চাইতেন আসল সত্য। শুরু হয় জ্ঞান সাধনা। লেখালেখিটাও শুরু হয় এই জ্ঞান সাধনার ভেতর দিয়েই।

3 thoughts on “তুমি কত সুন্দর

  1. বছরের উপর হবে। দীর্ঘ বিরতির পর আপনার লিখার সাথে আবার দেখা হলো কবি। আশা করবো ভালো ছিলেন। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগছে এবারও প্রথম মন্তব্যটি আপনার কাছ থেকেই পেয়ে। হ্যাঁ অনেকদিন পর এলাম। এবার নিয়মিত হব ইনশাআল্লাহ। দোয়া করবেন। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।