পাখিটা তার ডানায় মাখুক বৃষ্টিজল
গোলাপি স্তন আস্তিনে ভরে উঠুক সব;
স্নিগ্ধ হাসি ছেনে অস্তিত্বে মেশো-ঘাস
শুয়ে পড়ো তুমি, ভীষণ মাতাল শেষে
সংগোপন দৃষ্টির প্রবল যৌন ছুঁয়ে যাক-
অভিন্ন বনদিঘি পাগল পাগলিতে প্রেম;
পেখম ঝোঁপে অসহ্য শীষ ছড়াও মেয়ে!
3 thoughts on “মাতাল শেষে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সরল পরিচ্ছন্ন এবং মান সম্মত কবিতা উপহার। ভালোবাসা প্রিয় কবি মি. টিপু সুলতান।
চমৎকার
খুব ভালো লাগলো।
খুব ভালো লিখেছেন, শ্রদ্ধেয় দাদা। শুভকামনা থাকলো।