৪+৪/৪+২
ভাত দিলো না মরার আগে
মরার পরে কাঁদে
আসলে ফিরে মাতা পিতা
রাখবে বলে চাঁদে।
ক্ষুধায় ভরা আমার পেটে
পড়েনি তো কিছু,
একটু খাদ্যের জন্য আমি
ঘুরেছি যে পিছু।
এখন আমার মুক্ত জীবন
থাকি সদা একা
চাইলে আমি পাবে না তো
স্বজনের ওই দেখা।
চাইনে আমি এমন স্বজন
কেঁদেছি যে কত
অন্য জনে নষ্ট করতো
খাদ্য শত শত।
এখন আমি মুক্ত স্বাধীন
ইচ্ছে খুশি ঘুরি
অচিন পুরে ঘোরাঘুরি
নেইতো আমার জুড়ি।
রচনাকালঃ
০৪/০৭/২০২১
জীবন কঠিন। সেই জীবনেরই সুকঠিন বাস্তবতাকে কথা কাব্যে তুলে ধরেছেন।
শুভকামনা রইল