স্বপ্ন

28069

স্বপ্নে আমার পাহাড়পুরে বাস
ছুটছে দেখো পাহাড়ি এক নদী
বিষাদ নিয়েই কাটতো বারোমাস
তোমার সাথে দেখা না হতো যদি

তোমার শ্বাসে রাখা আমার শ্বাস
দুঃখ সবই সরছে দূরে দুরে
জীবনজুড়েই তোমাকে বিশ্বাস
মায়ার কুসুম যাকনা উড়ে উড়ে

তোমায় নিয়েই অহংকারী আমি
তারায় তারায় তোমারই ছবি আঁকি
ভালোবাসা জানি সবার চেয়ে দামী
ইচ্ছে ভীষণ জড়িয়ে তোমায় থাকি

তোমার পরশ আমার শরীর পেলে
উঠবে বেজে সারেঙ্গি সাত সুর
আকাশ কুসুম স্বপ্নে সাগর এলে
দুঃখ যত যাকনা বিষাদপুর।

3 thoughts on “স্বপ্ন

  1. সুন্দর এই মুখশ্রী’র সাথে কথা কাব্য অসম্ভব মানিয়েছে বন্ধু। সুন্দরে মুগ্ধপাঠ।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। ভালো থাকুন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আবার এসেছি ফিরে
    প্রাণের এই শব্দনীড়ে
    এসেই হয়েছি মুগ্ধ
    আমার রিয়া দি’র কবিতা পড়ে।

    দিদি কেমন আছেন? করোনাকালে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দিচ্ছি। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।