সব জিনিসে দাম বেড়েছে
সংসদেই বাজেট পাশ,
দিশেহারা যে দেশের লোকে
বাজারে গেলে নেই যে আশ।
জনগণের কথা ভেবেই
বাজেট পাশ করতে হবে,
নইলে দেশে নর মরবে
না খেয়ে ধুঁকে ধুঁকেই তবে।
লকডাউন দিয়ে শাসক
বন্ধ করো রেখেছে সব
ক্ষুধার জ্বালা পেটে ঋণের
সকলে করে যে কলরব।
চড়ামূল্য দিয়ে কিনতে
হয় যে সদা সকল কিছু
ছেলেমেয়েরা খাবারের যে
ঘোরে সতত যে পিছু পিছু।
এভাবেই কি জীবন চলে
শুধু শুধুই করে রে ভাই
এবাজেটের উপর যে’রে
জনগণের ভরসা নাই।
.
৫+৫/৫+৫
রচনাকালঃ
০৯/০৭/২০২১
বাজেট নিয়ে ভাবনা কিন্তু চমৎকার হয়েছে, কবি। শুভকামনা থাকলো।
শুভকামনা রইল প্রিয় কবি।।
বাস্তবতা বাস্তবতা এবং বাস্তবতা।
শুভকামনা রইল।