বাজেট

সব জিনিসে দাম বেড়েছে
সংসদেই বাজেট পাশ,
দিশেহারা যে দেশের লোকে
বাজারে গেলে নেই যে আশ।

জনগণের কথা ভেবেই
বাজেট পাশ করতে হবে,
নইলে দেশে নর মরবে
না খেয়ে ধুঁকে ধুঁকেই তবে।

লকডাউন দিয়ে শাসক
বন্ধ করো রেখেছে সব
ক্ষুধার জ্বালা পেটে ঋণের
সকলে করে যে কলরব।

চড়ামূল্য দিয়ে কিনতে
হয় যে সদা সকল কিছু
ছেলেমেয়েরা খাবারের যে
ঘোরে সতত যে পিছু পিছু।

এভাবেই কি জীবন চলে
শুধু শুধুই করে রে ভাই
এবাজেটের উপর যে’রে
জনগণের ভরসা নাই।

.
৫+৫/৫+৫

রচনাকালঃ
০৯/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “বাজেট

  1. বাজেট নিয়ে ভাবনা কিন্তু চমৎকার হয়েছে, কবি। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।