কবিতা: তুমি

24119

জীবন বেড়ে ওঠে
কখনও ফুল হয়ে,কলি হয়ে,
স্বপ্ন হয়ে, সুন্দর হয়ে।
জীবন বেড়ে ওঠে
শেকর হয়ে, ছায়া হয়ে,
বৃক্ষ হয়ে, রূপসী চাঁদ হয়ে,
মুগ্ধস্পর্শী পূর্ণিমা হয়ে,
মায়া হয়ে, ছায়া হয়ে, কায়া হয়ে,
নীরবে-নিভৃতে বেড়ে ওঠে।

জীবন বেড়ে ওঠে…
জীবন জেগে ওঠে…
এক বিন্দু ভালোবাসা হয়ে,
এক বিন্দু জল হয়ে,
এক বিন্দু শস্য হয়ে,
এক বিন্দু স্বচ্ছ হয়ে,
এক বিন্দু ধূলি-ধূসর
পৃথিবীর দীপ্ত তা হয়ে,
জীবন সুন্দর হয়ে ওঠে।

জীবন ব্যাকুল হয়ে ওঠে…
হতে পারে ভালোবাসায়,
হতে পারে ভালবাসাহীন,
খেয়ালে বেখেয়ালে মূল্যহীন,
জীবন ব্যাকুল হয়ে ওঠে…
কারো ব্যথায়,
কারো আঘাতে,
কারো ক্ষতবিক্ষত আচরণে,
কারো দুঃখে,
কারো জ্বালায়,
কারো যন্ত্রণায়,
কারো প্রগাঢ় ভালোবাসায়।

জীবন বেড়ে ওঠে…
জীবন জেগে ওঠে…
কারো চোখের দিকে তাকিয়ে,
কারো মুখের দিকে তাকিয়ে,
কারো আশা’র দিকে তাকিয়ে,
কারো ইচ্ছার দিকে তাকিয়ে,
কারো ভাবনার থেকে তাকে,
কারো ভালোবাসার দিকে তাকিয়ে।

জীবন মন্ত্রমুগ্ধ, কারো প্রহরে,
জীবন মন্ত্রমুগ্ধ হয়
কারো উতলা হাওয়ায়…
এক বস্তু থেকে
একটু হাসি থেকে
সামান্য চাওয়া-পাওয়া থেকে
ক্ষুদ্র অনুভূতি থেকে
কারো স্বপ্নে বিভোর হয়ে
কারও প্রবল বাসনায়
কারো প্রগাঢ় ভালোবাসায়

এভাবেই জীবন চলে যেতে চায়
এভাবেই জীবন পাড়ি দিতে চাই
এভাবে জীবন মুক্ত হতে চায়
কারো ইচ্ছেতে, অনিচ্ছাতে
হঠাৎ করেই চঞ্চল হয়ে ওঠে,
উজ্জ্বল হয়ে ওঠে,
স্বচ্ছল হয়ে ওঠে,

যখন আমি
মন থেকে জানলাম;
প্রাণ থেকে জানলাম;
হৃদয় থেকে জানলাম;
অন্তরের অন্তর থেকে জানলাম
আমি তোমার,
শুধু তোমার,
চিরদিন তোমার,
চিরদিনের জন্য তোমার।

মহাকালের জন্য তোমার
একাল আর সেকালের জন্য তোমার
তখন মহাকালের এই সমুজ্জ্বল সকাল
সন্ধ্যা রাত্রির সু-প্রহরে
আমি রয়ে গেছি অনাগত ভবিষ্যতের দিকে
তখন আমি জানতে পারলাম
মহাকালের প্রলুব্ধকর ইন্দ্রজাল
তোমার জন্যই সাজে রয়েছে
পৃথিবীকে আবিস্কার করে
আমি এখন সেই ইন্দ্রজালের জন্যও তোমার
জীবন যখন তোমার হয়ে ওঠে।
এই একটি কালে এসে
তখন আমি মহাকালের জন্য তোমার।

4 thoughts on “কবিতা: তুমি

  1. এভাবেই জীবন চলে যেতে চায়
    এভাবেই জীবন পাড়ি দিতে চাই
    এভাবে জীবন মুক্ত হতে চায়
    কারো ইচ্ছেতে, অনিচ্ছাতে
    হঠাৎ করেই চঞ্চল হয়ে ওঠে,
    উজ্জ্বল হয়ে ওঠে,
    স্বচ্ছল হয়ে ওঠে।

    ___ কবিতাকে কবিতার জীবন বোধনের একদম কাছাকাছি নিয়ে আসা হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর লিখেছেন দাদা। শুভকামনা সবসময়।

  3. এভাবেই সুন্দর হোক সবকিছু শুভকামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমিতো ভুল করে আপনাকে দিদি’র জায়গায় দাদা সম্বোধন করে ফেললাম। কিছু মনে করবেন না, প্লিজ!
      শুভ ব্লগিং।

মন্তব্য প্রধান বন্ধ আছে।