অ‍্যাকুরিয়াম

এই পৃথিবীটা আসলে একটি ছোট্ট
সে অ‍্যাকুরিয়ামের মতন;
আমরা রঙিন ক্ষুদ্র মাছ খুবই তৃপ্ত
পাচ্ছি যে সহস্র যতন।

যেমন মৃত্তিকা করে সকল প্রাণীর
লালন পালন ভরণ পোষণ;
রঙিন মৎস্যরাও তো হেসে খেলে
রসে মজায় কাটায় জীবন।

সময়ে যদি ভাঙ্গে সব, হয় চুরমার
ভাঙ্গে কাঁচের দেয়াল খানি;
মৃত্যু-প্লাবনে জলসব শুকিয়ে যাবে
মিটে যাবে সব দুঃখ গ্লানি।

এমনই অপূর্ণ জীবন মানুষেরও
সততই যেন এই ভুবনে;
মুহূর্তেই নিক্ষিপ্ত, আবর্জনা স্তূপে
নিস্তেজ হয় হৃদয় মনে।

যত ক্ষণ তবে থাকবে প্রবাহমান
অ‍্যাকুরিয়ামের সে জলধারা;
হয়ত জীবনও কাটবে খুব ভালো
হাসি, খুশি ও পুলক ভরা।

4 thoughts on “অ‍্যাকুরিয়াম

  1. শব্দ মিলে অসাধারণ একটি কবিতা। অবিরাম শুভকামনা কবি সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ভালো লাগার এক কবিতা পড়লাম। কবির জন্য শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।