এই পৃথিবীটা আসলে একটি ছোট্ট
সে অ্যাকুরিয়ামের মতন;
আমরা রঙিন ক্ষুদ্র মাছ খুবই তৃপ্ত
পাচ্ছি যে সহস্র যতন।
যেমন মৃত্তিকা করে সকল প্রাণীর
লালন পালন ভরণ পোষণ;
রঙিন মৎস্যরাও তো হেসে খেলে
রসে মজায় কাটায় জীবন।
সময়ে যদি ভাঙ্গে সব, হয় চুরমার
ভাঙ্গে কাঁচের দেয়াল খানি;
মৃত্যু-প্লাবনে জলসব শুকিয়ে যাবে
মিটে যাবে সব দুঃখ গ্লানি।
এমনই অপূর্ণ জীবন মানুষেরও
সততই যেন এই ভুবনে;
মুহূর্তেই নিক্ষিপ্ত, আবর্জনা স্তূপে
নিস্তেজ হয় হৃদয় মনে।
যত ক্ষণ তবে থাকবে প্রবাহমান
অ্যাকুরিয়ামের সে জলধারা;
হয়ত জীবনও কাটবে খুব ভালো
হাসি, খুশি ও পুলক ভরা।
শব্দ মিলে অসাধারণ একটি কবিতা। অবিরাম শুভকামনা কবি সাইদুর রহমান।
অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন।
ভালো লাগার এক কবিতা পড়লাম। কবির জন্য শুভকামনা থাকলো।
অশেষ ধন্যবাদ কবি। ভালো থাকুন সতত।