দহন ২১
যারা মেরেছিল তারা বিলীন হয়েছে
পেছনে রেখেছে কলঙ্ক দাগ,
যারা মরেছিল আজ অক্ষয়বট
মিলিয়ে গিয়েছে দুঃখ ও রাগ।
***
দহন ২২
ভালোবাসি বললেই বেড়ার গায়ে
ফোটা ফুল নিষাদ রক্তচোখ
ভালোবাসি ভাবলেই সাধাসিধে
ফ্ল্যাটও গুয়ান্তেনামোর টর্চার সেল।
***
দহন ২১
যারা মেরেছিল তারা বিলীন হয়েছে
পেছনে রেখেছে কলঙ্ক দাগ,
যারা মরেছিল আজ অক্ষয়বট
মিলিয়ে গিয়েছে দুঃখ ও রাগ।
***
দহন ২২
ভালোবাসি বললেই বেড়ার গায়ে
ফোটা ফুল নিষাদ রক্তচোখ
ভালোবাসি ভাবলেই সাধাসিধে
ফ্ল্যাটও গুয়ান্তেনামোর টর্চার সেল।
***
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ কামনা প্রিয় কবিবরেষু সৌমিত্র চক্রবর্তী। ভালো থেকো ভালো রেখো।
নান্দনিক উপস্থাপন করলেন