ভুলে যাবো ভুলে ভরা সব…

22106

আমিও ভুলে যাবো সময়ের নির্লিপ্ততা
ভুলে যাবো ঘটনার আড়ালে ঘটা অঘটন।
ভুলে যাবো একেকটা সেকেন্ড
মিনিট, ঘন্টা, দিনরাত, মাস কিম্বা বছরের পালাবদল।

ভুলে যাবো সব; ভুলে যাবো কষ্টের বন্যতা
ছুঁয়ে যাওয়া মেঘ, ভুলে যাবো বাদল
ভুলে যাবো সব দেয়া কথা।
স্মৃতির রেলিতে জমা যে জীবনের অবগুণ্ঠন
তা থেকে ফুল তুলে তোমারই নয়নে চেয়ে
সৃষ্টি করবো নতুন অভিধান।

সেখানেই শেষ, সেখানেই নতুন করে শুরু;
পৃথিবীর বাকি পথ হাতে নিয়ে সে হাত
নতুন করে বাঁধবো সে তোমারই তো গান।

2 thoughts on “ভুলে যাবো ভুলে ভরা সব…

  1. সেখানেই শেষ, সেখানেই নতুন করে শুরু … এরই নাম জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।