বন্ধুত্ব

index8525
ঘাত প্রতিঘাত এর মাঝে
বন্ধুত্বের সৃষ্টি সাগর বয়!
রক্তের সম্পর্ক না থাকলেও
আত্মার আত্মীয় ঘর বাঁধন ঘর হয়;
মহতের গুণের নাম কি বন্ধু-
ত্যাগের মহিমান্বিত এনে দেয়
বন্ধু থেকে বন্ধুত্ব-
চাঁদের আলো যতদূর দু’চোখ যায়
তার চেয়েও বন্ধুত্বের আলোই সীমাহীন সু-গাঢ়!
বুঝা পুরা সময় তৈরি হয় মন মন
হাটের মাঝে আরেকটা হাটের নাম বন্ধু!
অতঃপর এভাবেই সৃষ্টির উল্লাস করে বন্ধুত্ব।

১৯ শ্রাবণ ১৪২৮, ০৩ আগস্ট ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বন্ধুত্ব

  1. হাটের মাঝে আরেকটা হাটের নাম বন্ধু!
    অতঃপর এভাবেই সৃষ্টির উল্লাস করে বন্ধুত্ব।
    ___ বন্ধুত্ব হচ্ছে জীবনের সেরা প্রাপ্তি। শুভ কামনা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি মুরুব্বী দা
      বন্ধুত্বের অনেক শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—

  2. অনন্য সৃষ্টি,
    সাহিত্যের শুভেচ্ছা রইলো।

    1. জি কবি মহী দা
      বন্ধুত্বের অনেক শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—

মন্তব্য প্রধান বন্ধ আছে।