৪+৪/৪+১
জীবন নদে পদে পদে
বাঁধা কত ভাই
জীবন সুখে হাসি মুখে
প্রহর কাটে নাই।
জীবন পথে রথে রথে
নানা রকম খেল,
সাথী ভালো জীবন আলো
নইলে দুখের ভেল।
জীবন সাথী রাতের বাতি
থাকবে আমার সাথ,
নানা বাঁধা সাথী রাঁধা
কাটবে কত রাত।
জীবন আশা সাথীর ভাষা
মিষ্টি মধুর গান,
হাতে রেখে সাথে থেকে
জুড়ায় মন আর প্রাণ।
জীবন বাঁকে নানা হাঁকে
সাথী আলো মোর,
চেয়ে দেখি সাথী একি
সাথে বড় জোর।
রচনাকালঃ
১০/০৭/২০২১
কবিতা ছড়া পদ্যের সম্মিলন সুন্দর হয়েছে প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল সতত।।।
অসাধারণ উপস্থাপন করলেন
শুভকামনা রইল।।।।