দহন ২৩
বছর পকেটে পুরে এগোয় পাগল
ঝাঁকড়া চুলে লুটোপুটি খায়
আদিম আকাশ
তৈরী করা নকল হাসি কিম্বা
বাকি সব বকোয়াস
***
দহন ২৪
কোথায় যেন একফোঁটা রক্ত ঝরলো…
কেউ আহা বললো কি! কিম্বা
কোনো উৎসুক চোখ জানলায়…
কুয়াশায় শুধু বেদনার্ত মুখের মিছিল।
***
দহন ২৩
বছর পকেটে পুরে এগোয় পাগল
ঝাঁকড়া চুলে লুটোপুটি খায়
আদিম আকাশ
তৈরী করা নকল হাসি কিম্বা
বাকি সব বকোয়াস
***
দহন ২৪
কোথায় যেন একফোঁটা রক্ত ঝরলো…
কেউ আহা বললো কি! কিম্বা
কোনো উৎসুক চোখ জানলায়…
কুয়াশায় শুধু বেদনার্ত মুখের মিছিল।
***
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার । ভালো লেগেছে ।
কুয়াশায় শুধু বেদনার্ত মুখের মিছিল। ___ অসাধারণ উপমা প্রিয় কবি সৌমিত্র।