কিছুই নেই

unna

এই মাটির জন্ম নেই
ঘর নেই- সংসার নেই-
জাত নেই- সমাজ নেই
পাড়ায় হৈ হুল্লর নেই
অঘোর প্রাণ একটা;

বাবা নেই, মা নেই, ভাই নেই,
বোন নেই- বন্ধু বান্ধব নেই,
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ
অঘোর প্রাণ একটা!

বউ নেই- সন্তান নেই- দুমুঠো
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-
মাটি নেই, আকাশ নেই, আলো নেই
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-
অমাবস্যা নেই- মাছ নেই জল নেই
খাল বিল নেই নদ নদী নেই
বন জঙ্গল নেই অতঃপর কিছুই নেই।

২৫/৭/২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “কিছুই নেই

  1. শূন্য এই জীবন … শূন্য এই চাওয়া পাওয়ার প্রাপ্তি বা অপ্রাপ্তি জীবনে অনেক কিছুই নেই। তারপরও বাঁচতে হয়, দায়িত্ব নিতে হয় … লড়াই করবার রশদ খুঁজে নিতে হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি মুরুব্বী দা
      অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।