ঘরের রদ বদল

c7dec1d37e34a7cf1c44763c727f639de6cf60532b0466231dc82ecb925ffc3d

যে ঘরে করি বসবাস
সর্ব ক্ষণ হচ্ছে সর্বনাশ!
খেয়াল নাই সাবধানতা নাই
এভাবেই চলছে বার মাস
কখন জানি হয় রে
ঘরের রদ বদল-
মেনে নিতে কেমনে সহ কষ্ট
জানলে না পাপ সৃষ্টির নষ্ট।

স্বপ্ন ঘোরে ভাব চিরস্থায়ী
এ ঘরের সোনার পালঙ্ক
সংসার বড় ঘুমানোর ঝালঙ্ক!
সান্তনা তে ঘরের সর
নষ্ট হলো কে কার পর;
চিরসত্য তোমার আমার সবার
ঘরের হবে গো রদ বদল
সময়ে সাধুসন্ন্যাসী ধর্ম মনে চল।
২৫ শ্রাবণ ১৪২৮, ০৯ আগস্ট ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “ঘরের রদ বদল

  1. কবিতায় আমাদের জীবনের অমোঘ বাণী উঠে এসেছে। বেশ। শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি মুরুব্বী দা
      সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

  2. “ঘরের রদবদল” সত্যি তা-ই।
    শুভকামনা থাকলো বাউল কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।