আমাদের একদিন দেখা হোক

23891

তারপর একদিন আমাদের দেখা হোক,
বৃষ্টিতে ভিজতে থাকুক এই শহর,
নির্জন কোনো চায়ের টঙে একান্ত কিছু কথা হোক।

হঠাৎই আমাদের একদিন দেখা হোক
প্রচন্ড ভিড়ের ভিতর, ঘামে ছুপছুপে শরীরে।
তোমার বাড়ি ফেরার তাড়া থাকুক।
তবু আমার পথে তোমার আঁচল মায়াবী আগল দিক।

আমাদের একদিন দেখা হোক।।

4 thoughts on “আমাদের একদিন দেখা হোক

  1. তোমার বাড়ি ফেরার তাড়া থাকুক।
    তবু আমার পথে তোমার আঁচল মায়াবী আগল দিক।
    আমাদের একদিন দেখা হোক। আমাদের একদিন দেখা হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।