লবণ জলে চোখের পাতা,
আঁকছে জীবন আলপনা।
রাতবিরেতে আকাশটাও,
গাইছে মেঘের বন্দনায়।
যখন তখন মনগলিতে,
চলছে মধুর দিনগোনা।
ঝিলমিলিয়ে হৃদয়পুরে
তোমারই যে আনাগোনা।
চাঁদের বুড়ি চড়কা কাটে,
জ্যোৎস্না সুখের জালবোনা।
পাখির নীড়ে ঠিক দুপুরে,
ঐ সাতসুরেরা আনমনা।
নিবিড় সুখে ঘর আমার!
যত বাঁধন ছেঁড়া কল্পনা।
আমি যদি নাই হয়ে যাই,
দেখো ইচ্ছে কিন্তু মন্দ না!
চমৎকার এক কবিতা পাঠ করলাম কবি দিদি
নিবিড় সুখের ঘর যে আমার
বাঁধন ছেঁড়া কল্পনা।
আমিই যদি নাই হয়ে যাই
ইচ্ছে কিন্তু মন্দ না।