কবিতার গায়ে সিগারেটের গন্ধ
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১
সিগারেটের গায়ে ক্যান্সার এবং ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
অসাধারণ উপমার ব্যবহার। আমার মতো ক্ষুদ্র পাঠকের জন্য ভীষণ কঠিন কবিতা।
চমৎকার লিখেছেন ।
জি প্রশাসক দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
জি কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
চমৎকার শব্দে ভীষণ মুগ্ধ হলাম ।
জি কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——