কবির প্রেম, কবি

কবি প্রেম
স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২

কলম খাতা হাতে নিয়ে
কবি ভেবে সারা,
ভালোবাসা বইয়ের সাথে
জাতির দর্পণ তারা।

কবির প্রেমটা বইয়ের সাথে
লেখেন কাব্য কত
তাহা পড়ে ভালো লাগে
সবার শত শত।

কবি ছাড়া কবিতা তো
নয়তো কারো সৃষ্টি,
কবির লেখা কবিতা টা
জাতির শুভ কৃষ্টি।

স্মৃতির পাতায় নেমন্তন্ন
কবির মনের কথা,
তাহা লিখতে জাগে কবির
হৃদয় ঘোরে ব্যথা।

কবির সৃষ্টি অমর কীর্তি
সবার মনে প্রাণে,
তাহার লেখা পড়ে মুগ্ধ
জীবন নদের গানে।

রচনাকালঃ
০৩/০৮/২০২১
————————————-
কবি
স্বরবৃত্ত ছন্দ: ৪+৪/৪+৩/৪+২/৪+১

কবি তোমরা জ্ঞানের প্রতীক
তোমায় পেয়ে খুশি দেশ
তোমাদের ওই জন্য
জাতি বলে বেশ।

সত্য লিখে সমাজ থেকে
দূর করে সব কবি বেশ
তাদের জন্য সমাজ
সুন্দর হয় যে লেশ।

কবির কথা অতি সুন্দর
বলার ভাষা নেই’রে ভাই
মর্ত্যে তাদের কথা
শুধু খাসা তাই।

শুচি শুদ্ধ চাতক কবি
করে না তো কভু ভুল
থাকে সদা আঁখি
তাঁরা ধরার মূল।

আর কি বলব কবির কথা
কবি দলে দল বাঁধি
সমাজের যে ভালো
রাখি দল সদা ।

রচনাকালঃ
২৯/০৬/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “কবির প্রেম, কবি

  1. দুটি কবিতাই চমৎকার সেজেছে। অভিনন্দন প্রিয় কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।