ওগো মোর সুনীল সাগর
থৈ থৈ জল তরঙ্গ কতনা রঙ্গ
ভেসে বেড়ায় বিনা সংগ
তোমার বুকে
সুখে আর দুখে।
সুদূর প্রান্তে তোমাতে আকাশে
গেছে মিশে
প্রেয়সী থাকে যেমন পথ চেয়ে
বিরহ গান গেয়ে।
তুমিও গেছ মিশে আকাশের বুকে
দেখেছ কি বিরহী কেমনে ধুকে?
তরতর বেগে তরণী পরে
আসবে ঘরে
আমার পাশে তোমায় ছেড়ে
প্রিয়তম ফিরে।
পরাবে গলে ঊর্মি মালা গেঁথে
সেদিনও সে বলেছিল দাঁড়িয়ে পথে।
সমুদ্র শব্দটি পড়লেই মনে জেগে ওঠে দিগন্তজোড়া বিস্তৃত জলরাশি।
নিঃসঙ্গতা যেখানে একক আর বিরহ শব্দটিই যেখানে সঙ্গী।
___ সর্বত্র ভালো থাকুন প্রিয় কবি মি. খালিদ উমর।
সুগভীর ভাবের প্রকাশ ঘটেছে কবিতায়।