বক্রশৃঙ্খল

মাহিন বড়ুয়া জানতে চেয়েছে,
‘তুমি কি সত্যকে ভয় পাও?’
কোন সত্য? মিথ্যে দিয়ে যা আড়াল করা?
সত্য এক ঘণ বনের মিথজ রোদ,
আলোময় দিক যাপনে নিবিড় প্রাপ্তি আর
উতল শান্তির মিঠে আয়ুর্বেদ বলপ্রদক।

এরপর আমি পৌঁছে গেলাম
সূর্য যেখানে মেঘ ভাঙ্গে জ্বালাময়
আশ্চর্য জল চুঁইয়ে পড়া রেখায় শান্তিকে চিনলাম
মিথ্যে তবে মিছে-সত্যের সাথে ডোমঘরে যাক।

বড়ুয়াকে বলে দিলাম,
সত্যের খোঁজে বোধিবৃক্ষের কাছে যেও
সেখানে গণিকার গোড়ালী বেয়ে নামছে
ধ্যানমগ্ন বঁধুর তরল চোখ; অমিয় সত্যসুধা।

3 thoughts on “বক্রশৃঙ্খল

  1. আজকে মিথ্যা রা সত্য হয়ে যাচ্ছে 

    সত্যের কোন কথায় নাই—-চমৎকার লাগল কবি আপু

  2. নিঃসন্দেহে অসাধারণ কবিতা উপহার। শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।