অবিরাম বারিধারা
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ ত্রিপদী
গগনজুড়ে মেঘের ভেলা
সারাবেলা করে খেলা
হঠাৎ কভু ঝরছে,
চাষা ভূষার পেটটি ফাঁকা
আয়ের উৎস নাহি থাকা
পেটের ঋণে মরছে।
বর্ষাকালে নদের জলে
জলের শব্দ ওই কলকলে
শুনে লাগে ভালো,
কদম কেয়া ফুলে ফুলে
জলে থৈথৈ দু দু কূলে
মেঘটা ভীষণ কালো।
গানে ভরা সবার মনে
ময়ূর নাচে ক্ষণে ক্ষণে
কচুরি যে ভাসে,
কলমি ফুলে গন্ধেভরা
মনে ভীষণ কষ্টে ধরা
দলে ছোটে হাঁসে।
শাপলা শালুক বিলে ঝিলে
থলে ভরে তুলে নিলে
দারুণ লাগে দেখে,
বাবুইপাখির সুন্দর বাসা
মনে তাহার বহু আশা
বৃষ্টির জলটা মেখে।
রচনাকালঃ
২৪/০৭/২০২১
——————————————–
তরাতে তরী
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
যাবি কে আয় পাল তোলা নায়
ফুলজোড়র নদীর দেশে,
মন মোহিনী প্রেম কাহিনী
ভাসবি সুখে শেষে।
নাওয়া খাওয়া নাহি পাওয়া
নদীর জলে তরী,
শাপলা ফুলে শালুক তুলে
আঁচল গেছে ভরি।
ফুলজোড় নদী আমরা যদি
না ভেসে ওই চলি,
হাওয়ায় দোলে মনটা খোলে
শুধু গানই বলি।
দলে ভাসে নাহি আসে
ওই না নদীর তীরে
নদীর কাছে মানুষ আছে
আপনজন পায় ফিরে।
মনের আশা শুধুই বাসা
একটুখানি ঘোরা,
নাও যে খানি প্রেম যে জানি
মনে মনে জোড়া।
রচনাকালঃ
২৫/০৭/২০২১
শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ হোক দিন।
শুভকামনা রইল।।।