চোখে বলা যায় না কিছু তবুও
রাস্তার মোড়ে- মোড়ে
হাতের আঙ্গুলের ফাঁকে- ফাঁকে
ধোঁয়া উড়ন্ত পথ অথচ
ভাবে না উপকার কিংবা ক্ষতি
বোতল গুলো যেনো
আয়নার মতো পরে আছে মুখ
দেখা যায় লাল ছবি
এভাবেই চলছে, শাসন নেই-
বারন নেই, চুপ শুধু
হিংস্র বজ্রপাত দুনিয়াদারি সহ
চেহেরাগুলো খুব ভয়!
তবু ভাবে না বাতিঘরে সলক
আঁধার বুকে সুখ কই?
নিজের ভাবনাময় নিজেই রই।
২৪ভাদ্র ১৪২৮, ০৮ সেপ্টেম্বর ২১
কবিতায় প্রাণঢালা শুভকামনা প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন।
জি মুরুব্বী দা
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
Excellent writen
জি মহী দা
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
অনবদ্য লেখা
অশেষ ধন্যবাদ কবি দা