রাতের এক পাশ দিয়েছিলে খুলে
অন্যদিকে অবাধ আবীর
সবে চাঁদ হয়ে আকাশ উঠছিল জেগে
সূর্য হয়ে ডুবেও গেছে কবে
এই ছিল শুরু
কিভাবে মুহূর্তগুলো আটকে রাখছিলে
কিভাবে প্রেমকে দ্বিখণ্ডিত করছিলে
এ এমন এক গোলকাঁটা
রহস্য আবার একেবারেই জোলো
রাতদিনের দ্বিতীয় পাঠ শুধু
তুমি ছিলে যেন শয়তানের প্রতিভূ
অন্যদিকে তসবিহমালা গাঁথা গোলাপ
কে বা কাকে পোড়ালো
কে জানে? কে জানে?
সমাপ্তির ছড়া কেটে কেটে
জানে সময়, জেনেছে শয়তান
আর জানে যুদ্ধজয়ী সেইজন
সাদা হয়ে গেছে যার শোক
আনন্দিত আয়াতের বর্ণচ্ছটায়
অবশেষে শুকরান, শুকরান।
অসাধারণ কবিতা উপহার। অভিনন্দন প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।