জীবনের জলছবি….

A3798

জীবনের জলছবি….

নীরবতা ভেঙে আবার শহর জেগে উঠছে,
যেন সিক্ত কাপড়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছে অজানা
কোনো এক রমণী,
নতুন দিনের সূচনা, দেহের গন্ধ এখন আনকোরা যেন তুলসী চন্দনের অনুভূতি,
সবকিছু এখানেই শেষ নয় এর থেকেও এগিয়ে আছে অনেক গন্তব্য,
তবে ইচ্ছার গন্তব্য কোথায় আমি জানি না,
সহস্রাব্দিক আলো বইছে চারদিকে সময় পেলে দেখে নিও প্রণয় কুন্ড শাশ্বত দহন,
শতাব্দীর জরাজীর্ণ স্থাপত্যের বাইরে
শূন্য নদীর চরে জেগে উঠেছে জীবনের জলছবি………….

— ফারজানা শারমিন
০৯ – ০৯ – ২০২১ ইং

4 thoughts on “জীবনের জলছবি….

  1. সময় পেলে দেখে নিও প্রণয় কুন্ড শাশ্বত দহন,
    শতাব্দীর জরাজীর্ণ স্থাপত্যের বাইরে
    শূন্য নদীর চরে জেগে উঠেছে জীবনের জলছবি…

    ___ অসামান্য একটি উপহার দিয়েছেন প্রিয় কবি ফারজানা শারমিন। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সত্যই জীবন মানেই জলছবি

    চার চুমুকে তৃপ্তি স্বাদ যেনো অন্যান্য——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।