মরসুমি ফুলের বাগান দিয়ে
মেয়েটির যাওয়া আসা।
দূরে সাতকাহনের পাড়া,
চত্ব্বর ভরা ঝুমকোলতার টিপ,
বালুকাবেলায় পড়ন্ত আলো।
রাস্তার দু’ধারে মোরগফুলের ঝাঁক
আলো নিভু নিভু হয়ে আসে,
মেয়েটির ত্রস্ত পায়ে নূপুরের নিক্কণ।
ভেসে আসে শঙ্খের আওয়াজ
সে বাড়ির পথে ক্রমশ মিলিয়ে যায়।
ভেসে আসে শঙ্খের আওয়াজ
সে বাড়ির পথে ক্রমশ মিলিয়ে যায়। ___ স্মৃতিকাতর হলাম প্রিয় কবিবন্ধু।
ভালো লেগেছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম ।
সুন্দর হয়েছে কবিতা খানি
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই ।