হাসি কান্দি

images1111

আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কান্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;

রাজপথের মোড় ফাঁকা
মিছিলে মিছিলেে আতর্নাদ
আর মন ভেজা ঝলকানি
কার হাতে গোলাপের পাপড়ি

প্রশ্নের উত্তর বড় চমৎকার
ওরা আবার সোনা ফ্রেমে ছবি
হতে চায়- রাস্তার মোড়ে মোড়ে
শিউলি হাসনাহেনা পলাশ

ওদের মধ্যস্থ দেখে দেখে
তবু কেনো হয় রক্তাক্ত ফুল
অতঃপর কেনো আমি হাসি কান্দি
শুধু রাজপথ দৃষ্টি ফিরা ফন্দি।

২৭ভাদ্র ১৪২৮, ১১সেপ্টেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “হাসি কান্দি

  1. কবিতায় উপমা ব্যবহারের অসামান্য শৈলী অসাধারণ ফুটেছে প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. জি মুরুব্বী দা

    অশেষ ধন্যবাদ জানাই

    ভাল ও সুস্থ থাাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।