আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কান্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;
রাজপথের মোড় ফাঁকা
মিছিলে মিছিলেে আতর্নাদ
আর মন ভেজা ঝলকানি
কার হাতে গোলাপের পাপড়ি
প্রশ্নের উত্তর বড় চমৎকার
ওরা আবার সোনা ফ্রেমে ছবি
হতে চায়- রাস্তার মোড়ে মোড়ে
শিউলি হাসনাহেনা পলাশ
ওদের মধ্যস্থ দেখে দেখে
তবু কেনো হয় রক্তাক্ত ফুল
অতঃপর কেনো আমি হাসি কান্দি
শুধু রাজপথ দৃষ্টি ফিরা ফন্দি।
২৭ভাদ্র ১৪২৮, ১১সেপ্টেম্বর ২১
কবিতায় উপমা ব্যবহারের অসামান্য শৈলী অসাধারণ ফুটেছে প্রিয় বাউল কবি।
জি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
জি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাাকবেন—–