তোমাকে ভাগ করা যায় না। রীতিমতো-
সমর্থন করে গেলেও অনেকেই উদাসীন
কথাবার্তা ছড়ায়, সাংঘাতিক শ্রবণা সুর-
এত মাংসল হৃতিক পীড়া দেয় সময়-সময়
এসবের প্রসঙ্গ এলে অনেকটা বোঝাপড়া
আঙুরলতার মতো পেঁচিয়ে ওঠে-নগরে
অথচ যৌবন শিয়রে কত বনপাখি ডাকে
আশ্বিন কুয়াশায় ভিজে ওঠে একপ্রকার
দূরের কোনো স্থির সুর, অনাত্মীয়ের মতো
উঁচু-নিচু শরীর ছুঁইতে ফেরে প্রেমিকেরা-
মফস্বলি বাজার দরে ভিড় জমায় জন্মান্তর
দিন শেষে তাঁদেরকে চেনা যায়, যারা বসন্ত
কেটেছিঁড়ে পুরোনো চরিত্র মুখরিত করে-
বাদামের বিচি চিবুতে চিবুতে দেখা হয় তখন।
আপনার কবিতার অসামান্য দিকটিই হচ্ছে ভাববোধনের পরিচ্ছন্নতা। ভালো লাগে।