গ্রাম্ভারি হয়ে সর্বজ্ঞের মত দিনরাত বসে থাকি
পাতাল খুঁড়ে বের করে আনব কবিতার রসদ
ফুলে ফলে শস্যে ভরে যাবে আমার কবিতার ময়দান
বন্ধুকে এই মাঠে কবেই পিঠ দেখিয়েছি
আমার অমলিন জীবন ইতিহাস
বন্ধুর ছোঁয়ায় পাছে দূষিত হয় তাই ছয় ফুট দূরত্ব রাখি।
গ্রাম্ভারি হয়ে সর্বজ্ঞের মত দিনরাত বসে থাকি
পাতাল খুঁড়ে বের করে আনব কবিতার রসদ
ফুলে ফলে শস্যে ভরে যাবে আমার কবিতার ময়দান
বন্ধুকে এই মাঠে কবেই পিঠ দেখিয়েছি
আমার অমলিন জীবন ইতিহাস
বন্ধুর ছোঁয়ায় পাছে দূষিত হয় তাই ছয় ফুট দূরত্ব রাখি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কতোটা আগুন হলে একটি ফাল্গুন খাণ্ডবের মতো জ্বলে যায় পুড়ে যায়
ছাইভষ্মে লিখে তার চূড়ান্ত ঠিকানা। জানে না সে সর্প …
তবু ব্রহ্মাণ্ড পোড়ায় বিলাসে বৈভবে উদগ্র নেশায়
শিকড়সুদ্ধ মৃত্তিকা উপড়ে নিয়েছে কারা
এ পৃথিবী জানে তবু বলে না কখনও।
বহুকাল আগে লিখা একটি লিখার অংশবিশেষ আপনার জন্য উপহার কবিবন্ধু।