এক বিকেলের কষ্ট

585x350

সেদিন বৃষ্টি ছিল গোধূলি বেলায়
হালকা মেঘে সাদা বৃষ্টি
মনের আকাশ ছুঁয়ে উড়ছিল শীতের পাখিরা,
পথ হারা কিছু পাখির ডানায় লেখা হল নীল বেদনার গল্প !
লাউয়ের মাচায় ঝিরি ঝিরি হিমেল হাওয়া দোলা দিয়ে যায়
এক বিকেলের কষ্ট মেঘে
হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে
লকলকে লাউয়ের ডগায়,
চালতার সবুজ পাতার ফাঁকে
কামিনী থোকায় টুপটাপ বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে :
এ দৃশ্য আমার মন স্পর্শ করে ;

বৃষ্টিস্নাত রাতে দূর অরণ্যে
এক গুচ্ছ গোলাপ ক্ষত – বিক্ষত হচ্ছিল
ঝরে পড়ার মুহূর্তে :
হঠাৎ প্রিয় গোলাপ সংসারে বিরহের ঝড় ওঠে
গোলাপের বিরহ বিচ্ছেদ এই আমাকে
এক সমুদ্র নোনা কষ্টের পারদে ডুবিয়ে দিল,
আমার বুক ফেটে কান্না এল
আমি তখন বুঝে গেছি গোলাপ আমার কত প্রিয় !
এক বিকেলের সবটুকু নীল কষ্ট বিরহের এক পৃথিবী ঢেকে দিল।

2 thoughts on “এক বিকেলের কষ্ট

  1. আমি তখন বুঝে গেছি গোলাপ আমার কত প্রিয় !!
    এক বিকেলের সবটুকু নীল কষ্ট বিরহের এক পৃথিবী ঢেকে দিল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।