প্রতিধ্বনি

(উৎসর্গ : প্রেমিকগণ)

ওরা চাইল আমাকে সরিয়ে নিতে
সংসারের ঝুপড়ি গাছের ছায়া থেকে
ওরা টেনে নামাতে চাইল দোলনা।

আমি প্রস্তুত হচ্ছিলাম বৃহত্তর এক যাত্রার
ঘরের ভেতর ঢুকে পড়া ঢেউ;
মালাকাইটে খোদাই ফুল
আমাকে দারুন চমকে দিলেও
জানলাম, পৃথিবীর সব পাখি
এখনো আমার জন্যেই গায়।

আমি আবার মুক্তো হয়ে ঝিনুকে ঢুকলাম
ঝিনুক সাগরের ঢেউয়ে উত্তাল হবে
এটাও তো জানা কথাই
আমি ঘরের ভেতরেই তৈরী করে নিলাম
পৃথিবীর শ্রেষ্ঠ বাগান।

অপচ্ছায়াগুলো অন্য ছায়ার কায়ায় আটকে গেলে
আমি কেবল বাটি পেতে কিছু ঋণ
সন্তর্পণে সর্প গর্তের কাছে রেখে এলাম।

2 thoughts on “প্রতিধ্বনি

মন্তব্য প্রধান বন্ধ আছে।