পুত্তিকা দু’পায়ে হেঁটে যাচ্ছে
গন্তব্যহীন পথ- উজ্জ্বলময় চোখে
নীলিময় নীল আকাশ নাকি অন্ধকার!
তবুও পৃথিবী আলোয় আলোকিত;
বাতাসকে ধরতে চেয়েছিলাম-
অথচ দু’হাতে ফসকে গেলো;
কিছু গন্ধ বারুদ জ্বলন্তময়
আকাশ জুড়ে চাঁদ নিজেই হাসে!
তারপরও মাটির স্বাদ অপূর্ণ
ভোরের শিশির জমা ঘাস
ঝিরি ঝিরি অবুঝ দোলা বৈকাল
অতঃপর তেমনী থাকলো সোনালি আকাশ।
২৫ আশ্বিন ১৪২৮, ১০অক্টোবর ২১
4 thoughts on “সোনালি আকাশ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় কবি। আসুন অন্যদের পোস্টেও মন্তব্য দিই।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুন্দর অনুভূতির প্রকাশ।
ভীষণ ভালো লাগলো লেখাটি।
মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–