নিস্তব্ধময় একা রাত্রি

244374

রাতে যখন একা একা অন্ধকারে
হাঁটতে থাকি – তখন এটাই মনে হয় যে
আমি জেগে আছি উদ্ভট এক স্বপ্নের দেশে।

অথচ, সারা রাত্রি জুড়ে নিস্তব্ধতা –
হাওয়ায় ঝড়ে পড়ে ক্ষয়ে যাওয়া পাতা, পাখির পালক।
এছাড়া আর কিছু নেই ।
আমি বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে
ছুটে যাই, পালিয়ে বেড়াই যেখানে – সেখানে।

তারপর অপলকে নেমে আসে নিস্তব্ধতা –
শিশির ভেজা দূর্বাঘাসের বুকে
ধূসর গোধূলি সন্ধ্যার মতন এক বুক অপেক্ষা নিয়ে।

অতঃপর সব আলো নিভে গেলে
পৃথিবীর নীরবতা আমার সাথে কথা বলে –
যখন আমি একা থাকি।

4 thoughts on “নিস্তব্ধময় একা রাত্রি

  1. অসাধারণ অনুভূতিময় কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।