পরচর্চা

নিন্দা করা নিন্দুকের কাজ
এমন করেই চলে ধরা,
নিন্দুকের ওই নিন্দার ফলে
শুদ্ধ হয় ভাই জীবন তরা।

খুটিনাটি ভুল করলে ভাই
নিন্দুকের ওই চোখে পড়ে,
শুদ্ধিকরণ পুরো জীবন
থাকবে জনম জনম ভরে।

বিনা মূল্যে ময়লা ধুয়ে
নিন্দুক করে পবিত্র ভাই
তাহার মতো আপন স্বজন
পৃথিবীতে কারো তো নাই।

নিন্দা করবে নিন্দুক ভাই
এটাই রীতি জগৎ মাঝে,
তোমার আমার নিন্দা করা
তাই বলো কি কভু সাজে।

নিন্দুক হলো ধরার বুকে
সবার খুবই ভালো মিত্র,
করলে ভুল ভাই সাথে সাথে
তুলে ধরে কাজের চিত্র।

রচনাকালঃ
১৫/০৭/২০২১
৪+৪/৪+৪

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “পরচর্চা

  1. নিন্দুক হলো ধরার বুকে
    সবার খুবই ভালো মিত্র,
    করলে ভুল ভাই সাথে সাথে
    তুলে ধরে কাজের চিত্র। ___ পরম সত্য।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্য। 

      শুভকামনা রইল সতত।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।