উসকানি দেহ

fd976b62-cd6f-4bc3-929d-bca30c11b6ca

আঙুল শুধু সময়ের মুখে স্পর্শময়
বৃষ্টি এখন বোতলের মধ্যে মায়াময়!
মাটির সাথে একমুঠো মেঘ রঙ তামাশায় লিপ্ত
তবু তাদের বিবেক নেই, চোখ নেই- অন্ধ;
ঈশ্বর নাকি ডুবে যাচ্ছে জনসমুদ্রে-
উসকানি মুখ পাথরের বুকে ফুটান ফুল
গায়েবি আওয়াজের গন্ধ ভারি- সোনাই
সোহাগা আতর্নাদ- অথচ ভুলে যাচ্ছি কোথায়,
জানি না- দেহের অটবীতে ধ্বংসত্ব মন;
আফসোস ‍শুধু মাটির তরে বাতিঘর!
ঘাসের পানে ঝাঁঝাল কিংবা ঠোট
বাঁকানো পরে থাকা আমার উসকানি দেহ।
০৬ কার্তিক ১৪২৮, ২১অক্টোবর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “উসকানি দেহ

  1. আজকের কবিতার ধরণ এবং শাব্দিক গড়ণ যথেষ্ঠ স্বতন্ত্র ঘরানার বলে মনে হলো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। ভালো থাকুন সর্বদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা কখন কি হচ্ছে বুঝতেছি না

      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।