রূপক রাগে যে মীড়ের অলংকার ছিল
তা কোনো পাখির পালকে আঁকা রং,
সুরের লহমার মত আবেশে জড়ায়।
পাখির গান মিলিয়ে যায়
সন্ধ্যার আঁধার ছেয়ে আসে
নদীর জলে ভেসে যায় ডিঙিনৌকা।
ছায়ার মত অনুসরণ করে ভালোবাসা
অগণিত তারার ভিড়ে মিলিয়ে যাওয়া মুহূর্ত।
রূপক রাগে যে মীড়ের অলংকার ছিল
তা কোনো পাখির পালকে আঁকা রং,
সুরের লহমার মত আবেশে জড়ায়।
পাখির গান মিলিয়ে যায়
সন্ধ্যার আঁধার ছেয়ে আসে
নদীর জলে ভেসে যায় ডিঙিনৌকা।
ছায়ার মত অনুসরণ করে ভালোবাসা
অগণিত তারার ভিড়ে মিলিয়ে যাওয়া মুহূর্ত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসাধারণ লেখনী
একরাশ মুগ্ধতা ।
আপনি আমার ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন ।
আপনার সহজ বোধনের লিখা কবিতা আমার কাছে সব সময়ই ভালো লাগে বন্ধু।
বন্ধু আপনার কাছে আমি সর্বদা কৃতজ্ঞ ।
রোমান্টিক কথা ফুটে উঠেছে কবি দিদি