আকাশের সীমানা
যেদিন খুঁজে পাবে;
উত্তরসূরিদের দেখবে
মিছিল আর মিছিল!
সাগরের জল ভারি হবে
অথচ চিনা মুখ বিমুখ-
কষ্টের মৌচাকে মধু শূন্য;
এখন আর কোন সীমানায়
খুঁজে পাই না মিষ্টি-একের
মধ্যে অগুনতিক বিখণ্ডিত
মন বাসনার ভাব প্রত্যাশী-
তবুও শৃঙ্খলে নেই সীমানা।
১৪ কার্তিক ১৪২৮, ৩০ অক্টোবর ২১
মন বাসনার ভাব প্রত্যাশী-
তবুও শৃঙ্খলে নেই সীমানা। ___ ভাব এবং প্রচ্ছদ শিল্পে পোস্ট অসাধারন।
জি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
বাহ্ ! অপূর্ব প্রকাশ
মহী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন