শিক্ষিত হও খোকা সোনা
দূর করো সব কালো,
আঁধার ভেদে ছিনে আনে
ধরার বুকে আলো।
অজ্ঞতার ওই কালো ছায়া
দূর করিবে তুমি,
মাতৃ সম তোমার খোকা
মাতৃ জনম ভূমি।
জাগাবে হে নবীন সমাজ
দেখাবে আলোর মেলা,
যা দেখে সব খেলবে সদা
নতুন আলোর খেলা।
পৃথিবীর সব জরাজীর্ণ
কাটাবে যে খোকা,
বৃথা সময় নষ্ট করলে
হবে তুমি বোকা।
নতুন নতুন স্বপ্ন গুলো
নিবে তুমি কিনে,
তোমার কাছে আসবে সবে
স্বপ্ন কিনতে দিনে।
রচনাকালঃ
২৭/০৭/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
নতুন নতুন স্বপ্ন গুলো
নিবে তুমি কিনে,
তোমার কাছে আসবে সবে
স্বপ্ন কিনতে দিনে। ___ আমাদের প্রত্যাশা পূরণ হোক।
দারুণ মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সতত।।
মনোহর প্রকাশ ।
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।