একটা ফড়িং চোখের পাতায়

বড় আড়ম্বরে দুঃখ সাজিয়েছিল তঞ্চক
হারজিত বুঝিনি; মৃণালজলে ভাসিয়ে অভিমান
উড়ছি দিগন্তব্যাপী।

এই রইল দুটো হাত, ছুঁয়ে থাকো বিশ্বাস
তুমি আসবে বলেই বিদায় নিয়েছে রাত্রিকাল
সূর্যরশ্মি ছাড়া কোনো শিরাই জীবন্ত থাকেনি বেশীদিন।

পুড়ে যাওয়া আধখানা চিঠি
ক্ষত রেখেছিল এইখানে
সকাল কিরণ ধুয়ে নিয়েছে জটিলতা
সবই ফিরবে ফের অভিমান ভেঙে।

আমিও ফিরেছি দেখো, এসো কাছে
হাতে হাতে ছুঁয়ে রাখি তোমার জ্বর
দুঃখকালে রেখে যাওয়া যে স্বাক্ষর এখনো বইছ মনে।

তুমি আর আমি মানেই আমরা; ভুলোনা কস্মিনকালে।

3 thoughts on “একটা ফড়িং চোখের পাতায়

  1. তুমি আর আমি মানেই আমরা; ভুলোনা কস্মিনকালে। ___ অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।