বন্ধু তোর হিজল রাঙ্গা ঠোঁটের মাঝে
শিশির শব্দে সকাল নামে
কোঁকড়ানো চুলের ভাঁজে
অরণ্য মুগ্ধতায় সোনা রোদ্দুর থামে,
তোর প্রাণঘাতী চোখের নীলে
ডুবে থাকি বেমালুম আত্ম-ভুলে।
বৃষ্টির হিমে
বন্ধু তোর বুকে জীবন নামে
ভালোবাসার রিমঝিম ছন্দ সুখে….
বন্ধু তোর হিজল রাঙ্গা ঠোঁটের মাঝে
শিশির শব্দে সকাল নামে
কোঁকড়ানো চুলের ভাঁজে
অরণ্য মুগ্ধতায় সোনা রোদ্দুর থামে,
তোর প্রাণঘাতী চোখের নীলে
ডুবে থাকি বেমালুম আত্ম-ভুলে।
বৃষ্টির হিমে
বন্ধু তোর বুকে জীবন নামে
ভালোবাসার রিমঝিম ছন্দ সুখে….
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বৃষ্টির হিমে
বন্ধু তোর বুকে জীবন নামে
ভালোবাসার রিমঝিম ছন্দ সুখে….
চমৎকার এক অনুভব প্রকাশ কবি দা