আমিও তো বুঝলাম না

IvyGiuPnL83yBP6z_shutterstock_1174621573-e1570913118271

রঙবতি কবিতার রঙ ঢঙ রূপ সাজসজ্জা,
যাহা কিছু আছে; আমিও তো বুঝলাম না!
কে বলি উত্তর দক্ষিণ সাদা গোলাপের ঘ্রাণে
দেহ মুখ- তো ও আমিও তো বুঝলাম না!
চেনা অচেনা- জানা অজানা
কত কিছুই না অনলে পুড়া কপাল
তবু না বুঝার নিঠুর তা দেয়ালের চারপাশে
রোবটের মতো দাঁড়িয়ে আছে;
একদিন খসে যাবে সমস্ত টুকু অহমিকা
তখন হয় তো উত্তর আসবে
আমিও তো বুঝেছি কিন্তু সব শূন্যতা চোখের দৃশ্যপট
আহত করবে যেমনটা বুলেটে ঝাঁ ঝরার মতো;
তবুও আমিও তো বুঝলাম না!
কবরের ঘাস দোল দিবে ঘাসফড়িঙর নাচে নাচে
দেহের যান্ত্রিকতায় একটা বার ও স্পর্শ করবে না
প্রচণ্ড স্বার্থপরতা নিয়েই থাকো মেঘ কাঞ্চনজঙ্ঘার মতো
অতঃপর আমিও তো বুঝলাম না।

০৭ অগ্রহায়ণ ১৪২৮, ২২নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “আমিও তো বুঝলাম না

  1. দেহের যান্ত্রিকতায় একটা বার ও স্পর্শ করবে না
    প্রচণ্ড স্বার্থপরতা নিয়েই থাকো মেঘ কাঞ্চনজঙ্ঘার মতো
    অতঃপর আমিও তো বুঝলাম না। ___ শুভকামনা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

    1. কবি মহী দা ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।