কষ্ট

will

চন্দন কাঠের নিচে শুয়ে আছি
আমার উত্তরে অগ্নি দক্ষিণে মহুয়া
আজ বুঝতে পারি
মৃত মানুষেরা কেনো এতো মাদকতা ভালোবাসে ।
গভীর রাতে হঠাৎ টের পাই কোন এক গৃহকোণে আনন্দ উৎসব
বাসর রাতে বাঁজে নিক্কন ভাঁঙ্গে কাকঁন।
পরিচিত রমনীর কন্ঠস্বর মনে হয় অন্য কারো টিয়া পাখি
আমারি হৃদপিন্ডে বসে শিস দেয় সে সারাক্ষণ।
একটু আগে আমার মুখাগ্নি করে গেছে যে তরুনী তাকে চিনিনা,
তবু আমি তার আনন্দিত ও কম্পিত ঠোঁট ছুঁয়ে বলেছি-
শ্বশ্মানের আগে আজ বিকেলে চন্দ্রিমার কৃষ্ণচূড়ায় যে রঙ দেখেছিলাম-সেই মুগ্ধতার কসম
আমার পুড়ে যাওয়া গলে যাওয়া চোখের মনির কসম
আজ আমি ভাল নেই, একদম ভালো নেই
তবে তুমি ভালো থেকো হে আমার প্রিয়জন
হৃদয় চিতার আগুনে পুড়ে আমি না হয় হলাম আজ ভস্ম।

3 thoughts on “কষ্ট

  1. আজ আমি ভাল নেই, একদম ভালো নেই
    তবে তুমি ভালো থেকো হে আমার প্রিয়জন
    হৃদয় চিতার আগুনে পুড়ে আমি না হয় হলাম আজ ভস্ম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।