একটা মৃত্যুর সংবাদ আরেকটা
মৃত্যুর স্বাদ যোগায়; অথচ অনুভব
করতে ব্যর্থ শুধু ক্ষীণ সময়ে শোকাবহ-
আমার মৃত্যু এই বুঝি হয়; স্মৃতিরা
কিন্তু জলপাই কিংবা তেঁতুল স্বাদ নেবে না।
অতঃপর যে সবটুকু নিসঙ্গে করে
চলে গেলো না ফিরার দেশে-
আমি কি করে খুঁজবো তাকে?
অম্লান করে গেলো এ সমারোহে!
পরিচয়টুকু দিয় প্রভু আমি সেই জন।
উৎসগঃ প্রয়াত কবি ছড়াকার মালেক জোমাদ্দার
তিনি গত ২৮/১১/২১ইং তারিখে স্ট্রোক জনিত কারণে
রাত ২টায় ইন্তেকাল করেন।
৩০/১১/২১
ছবির মধ্যে অনেক ছবি,
শত যতি চিহ্ন অবিরাম এ স্বপ্ন-আঁধার শৈশব-শিল্পেও জেগে থাকে।
বিনম্র সম্মান ভালোবাসা রেখে গেলাম উভয়ের জন্যই। এপার ওপার যেন ভালো থাকি।
জি মুুরুব্বী দা সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন
মাঝে মাঝে উনার সাথে কথা হতো। দোয়া করি পরপারে যেনো ভালো থাকে
জি মহী দা সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন